ঢাকাThursday , 11 August 2016
আজকের সর্বশেষ সবখবর

ভবদাহ মশিহাটি এলাকা পানি বেরোনোর পর্যাপ্ত ব্যাবস্থা না থাকাই বন্যাই জরজরিতো

admin
August 11, 2016 8:04 pm
Link Copied!

 

mpur 1 mpur 3 mpur2 mpur4ভবদাহ মশিহাটি এলাকালাগাতার বিরাম হীন বৃষ্টিতে পুরা মনিরামপুর থানাটাই এখন বন্যাই জরজরিতো। যেদিকে তাকাচ্ছি সেদিকেই মনে হচ্ছে বঙ্গব সাগর বুঝি উঠে এসেছে আমাদের মনিরামপুরে। মনিরামপুরের মানুষ খুব কষ্টে আছে, বাড়ি ঘর,গরু ছাগল,হাঁস মুরগী, সব বন্যার পানিতে ভেসে গেছে। রেকর্ট বৃষ্টিতে এই সর্ব প্রথম দেখলাম যশোর সাতক্ষিরা মহাসড়কেও কিছু কিছু যায়গাই হাটু পানি,সেই পানিতে অনেকের মাছ ধরতে বেস্ত্য থাকতে দেখেছি। দ্রুত আকাশের অবস্থা ভালো না হলে আরো ভয়াবহ অবস্থা সৃষ্টি হতে পারে। তাই সবাই আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি যেন দ্রুত এই দূর অবস্থা থেকে আমরা মুক্তি পাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।