ঢাকাTuesday , 21 October 2014
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে ৯ মাস ১৩ দিন পর গুলিতে নিহত যুবকের লাশ উত্তোলন ২০৬টি হাড় ও মাথার খুলি মিলেছে

admin
October 21, 2014 1:03 pm
Link Copied!

যশোরের মণিরামপুর উপজেলায় ভোট কেন্দ্রে গুলিতে নিহত মতিয়ার রহমানের লাশ ৯ মাস ১৩ দিন পর কবর থেকে উত্তোলন করে ময়না তদমেত্মর জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃতদেহের পরিপূর্ণতা না পেলেও কবর থেকে উত্তোলন করা হয় ২০৬ টি হাড় এবং মাথার খুলি। গতকাল শনিবার দুপুরে যশোরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুল আলমের নেতৃত্বে উপজেলার বিপ্রকোণা গ্রাম থেকে উক্ত লাশ উত্তোলন করা হয়। এসময় মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোলস্না খবীর আহমেদ এর নেতৃত্বে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। উলেস্নখ্য গত ৫ জানুয়ারী সংসদ নির্বাচনে মণিরামপুর উপজেলার বাজিতপুর ভোটকেন্দ্রে একদল সন্ত্রাসী হামলা চালায়। এসময় সন্ত্রাসীদের সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর গুলি বিনিময়ের এক পর্যায় গুলিতে নিহত হয় মতিয়ার রহমান(২৮)। নিহত মতিয়ার উপজেলার বিপ্রকোণা গ্রামের মজিদ মোল্যার পুত্র। এদিন ময়না তদমত্ম ছাড়াই নিহতের পারিবারিক কবর স্থান বিপ্রকোণা গ্রামের তার লাশ দাফন করা হয়। ওই সময় নিহতের পরিবারের দাবি ছিল মতিয়ার আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছে। কিন্তু পরিবারের পÿ থেকে কোথাও কোন লিখিত অভিযোগ দায়ের করা ছিল না। এ ব্যাপারে পুলিশের দাবি ছিল সন্ত্রাসীদের গুলিতে মতিয়ার নিহত হয়। নির্বাচনে সহিংসতার কারনে পুলিশ ওই সময় ময়না তদমত্ম করতে লাশ নিতে পারেনি। পরে এ ঘটনায় গত ২৪ মার্চ পুলিশ বাদি হয়ে অপ্সাতনামায় মণিরামপুর থানায় হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-২১। ওসি মোলস্না খবীর আহমেদ জানান, পুলিশের আবেদনের প্রেÿÿতে এক আদেশে লাশের ময়না তদমত্ম করতে উত্তোলন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।