ঢাকাSaturday , 25 October 2014
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে কন্যাশিশু দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

admin
October 25, 2014 1:31 pm
Link Copied!

‘শিÿা-পুষ্টি নিশ্চিত করি, শিশুর বিয়ে বন্ধ করি’ এই শেস্নাগানকে সামনে নিয়ে শনিবার মণিরামপুর উপজেলার ছিলুমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০১৪ উপলÿÿ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর সহযোগিতায় এবং স্থানীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম,সুজন ও আরসিইউ সংস্থা মণিরামপুর কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক স্কুলের প্রধান শিÿক মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সুজন মণিরামপুর উপজেলা কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক মোঃ আববাস উদ্দীন, সহ-সভাপতি প্রধান শিÿক দিলিপ কুমার পাল, সদস্য অধ্যাপক এম.আলাউদ্দীন, উপজেলা কন্যাশিশু এডভোকেসি ফোরামের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর গীতা রানী কুন্ডু, স্থানীয় ইউপি সদস্য শফি সম্রাট, শিÿক মনিরম্নজ্জামান লিকু, শিÿÿকা হামিদা খাতুন,শিÿার্থী মাহমুদা খাতুন ইতু প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত বক্তাগন বাল্য বিয়েকে সামাজিক অন্যতম সমস্যা হিসেবে দাবী করে এর নিরসনে দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সকলকে আহবান জানান। উপস্থিত শিÿার্থীরা বাল্য বিয়েকে না বলে সবাই উপযুক্ত শিÿাই শিÿÿত হয়ে নিজেকে স্বাবলম্বী নাগরিক হিসেবে প্রতিষ্ঠা করার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন।

Child day-14-25-05

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।