ঢাকাThursday , 13 February 2020
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Tito
February 13, 2020 1:26 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধি ।।
মণিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীনের মরহুমা মাতা জবেদা খাতুনের মাগফিরাত কামনা করে মণিরামপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব ভবনে সহ-সভাপতি জি.এম ফারুক আলমের সভাপতিত্বে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রেসক্লাবের অর্থ সম্পাদক ডাঃ মিজানুর রহমানের মামা মরহুম ওয়াদুদ সরদারের মৃত্যুতে ও দোয়া প্রার্থনা করা হয়। বৃহস্পতিবার আসরবাদ অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এস.এম সিদ্দিক-এর পরিচালনায় নিহতদের স্মরণে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আব্বাস উদ্দীন, এস.এম মজনুর রহমান, বর্তমান নির্বাহী কমিটির সহ-সভাপতি প্রভাষক নূরুল হক ও যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান রয়েল । নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সদস্য ও মণিরামপুর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এম.আলাউদ্দীন। এ সময় মণিরামপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এদিকে এ দিন দুপুর ১টার সময় মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজে সহযোগী অধ্যাপক আব্বাস উদ্দীনের মরহুম মাতার স্মরনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে এ দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের ইসলামিক স্টাডিস বিভাগের সহকারী অধ্যাপক বোরহান উদ্দীন জাকির। এ সময় কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।

লেখক : নূরুল হক

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।