ঢাকাThursday , 6 November 2014
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে হরতালে রাতে ট্রাক ভাংচুরের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ১৮ জনের নামে দ্রুত বিচার আইনে মামলা

admin
November 6, 2014 2:39 pm
Link Copied!

index-02.11.2014

জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা হরতালের মধ্যে যশোরের মণিরামপুরে রাত ১০ টার দিকে কাঠ বোঝাই একটি ট্রাকে হামলা ও ভাংচুরের অভিযোগে জামায়াত সমার্থিত এক ইউপি চেয়ারম্যানসহ ১৮ জনের নামে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। জানাযায়, গত বুধবার রাতে উপজেলার চালকিডাঙ্গা এলাকায় যশোর ট ১১-১৭৩১ নম্বরের ট্রাকে হরতাল সমার্থকরা হামলা চালালে গাড়ীর চালক নিয়ন্ত্রন হারানোর পর তা পার্শ্ববতী খাদে পড়ে যায়। এ সময় ট্রাকটি ভাংচুরসহ চালক রবিউল ইসলামকে মারপিট করে জখম করা হয়। ঘটনার জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ী চালককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় ওই রাতেই উপজেলার ভোজগাতী ইউনিয়নের জামায়াত সমার্থিত চেয়ারম্যান হুমায়ন কবির মুক্তাসহ ১৮ জনের নামে মণিরামপুর থানায় দ্রুত বিচার আইনে মামলা করা হয়। ইউপি চেয়ারম্যানসহ ১৮ জনের নামে থানায় দ্রুত বিচার আইনে মামলার ব্যাপারে নিশ্চিত করেছেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল¬া খবীর আহমেদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।