ঢাকাFriday , 7 November 2014
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে জেএসসি ও জেডিসি’র প্রথম দিনের পরীÿা সম্পন্ন

admin
November 7, 2014 2:37 pm
Link Copied!

সম্পূর্ণ শামিত্মপূর্ণ পরিবেশে মণিরামপুরে প্রথম দিনের জেএসসি ও জেডিসি পরীÿা অনুষ্ঠিত হয়েছে। চলতি মাসের ২ তাং বাংলা ১ম পত্রের মধ্য দিয়ে পরীÿা আরম্ব হওয়ার কথা থাকলেও জামায়াতের ডাকা ২ দফা হরতালের কারণে পিছিয়ে গেল পরীÿা। ফলে বাংলা দ্বিতীয় পত্রের মধ্য দিয়েই শুরম্ন হল জেএসসি ও জেডিসি পরীÿা। তবে ১ম দিনে কোথাও কোন পরীÿার্থীর বহিস্কারের খবর পাওয়া যায়নি। এবার মণিরামপুরে জেএসসি পরীÿার কেন্দ্র সংখ্যা ৬ টি এবং জেডিসি কেন্দ্র সংখ্যা ৩ টি। এই কেন্দ্র গুলোতে মোট পরীÿার্থীর সংখা ৫ হাজার ৩ শত ৯৪ জন। প্রথম দিনে স্কুল ভিত্তিক ৯৯ জন শিÿার্থী পরীÿায় অনুপস্থিত ছিল বলে উপজেলা মাধ্যমিক শিÿা অফিস জানিয়েছে। তবে মাদ্রাসা ভিত্তিক কত জন অনুপস্থিত ছিলেন সেটা তার অনাজা বলেও তিনি জানিয়েছেন। গতকাল সকালে মণিরামপুর সরকারী বালিকা বিদ্যালয় পরীÿা কেন্দ্রে সরেজমিনে গিয়ে জানা যায়, ওই কেন্দ্রে মোট ১৫ টি কÿÿ পরীÿা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রের মোট পরীÿার্থীর সংখ্যা ৫৪৮ জন। এদের মধ্যে উপস্থিত পরীÿার্থীর সংখ্যা ছিলো ৫৩০ জন এবং অনুপস্থিত ছিলো ১৮ জন।

07.11.2014

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।