ঢাকাTuesday , 18 November 2014
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে একটি বাড়ীতে সন্ত্রাসীদের বোমা হামলা

admin
November 18, 2014 11:54 am
Link Copied!

যশোরের মণিরামপুরে একটি বাড়ীতে বোমা হামলার চালিয়েছে সন্ত্রাসী। এই সময় অল্পে জন্য জীবন রক্ষা পেয়েছেন মাসুদ পারভেজ নামে এক যুবক। গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার তেঁতুলিয়া গ্রামের পিয়ারাতলা নামক স্থানে। আয়ুব হোসেন মোড়লের বাড়ীতে এই বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মাসুদ পারভেজ বাদী হয়ে মণিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানাযায়, ঘটনার সময় আয়ুব মোড়লের পুত্র মাসুদ পারভেজ রাতের খাবার খেয়ে বাড়ীর গেটের সামনে আসলে অজ্ঞাতনামা ৭/৮ জন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে একটি শক্তিশালী বোমা ছোড়ে। এ সময় বিকট শব্দে বোমাটির বিস্ফোরণ ঘটলেও অল্পের জন্য রক্ষা পান যুবক মাসুদ। ঘটনা জানার পর মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে বিস্ফোরিত বোমার আলামত জব্দ করে। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খবীর আমহেদ জানান, উক্ত বোমা হামলার ঘটনায় যারা জড়িত তাদের সনাক্ত পূর্বক আটকের চেষ্টা চলছে। রক্ষা পাওয়া মাসুদ পারভেজ জানান, রাজনৈতিক ও পূর্ব শক্রতার জের ধরে স্থানীয় একটি চক্র তাকেসহ ওই এলাকার আবুল হোসেন মোড়ল, রমজান আলী ও নাজমুল হোসেনসহ এলাকার প্রতিবাদী ব্যক্তিদের নানাবিধ হুমকী দিয়ে আসছে।
Manirampur_Upazila-18.11.2014

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।