ঢাকাSunday , 23 November 2014
আজকের সর্বশেষ সবখবর

এ কেমন নিষ্ঠুরতা ?

admin
November 23, 2014 12:44 pm
Link Copied!

গম চষের জন্য জমিতে বিষ প্রয়োগের ফলে মনিরামপুরের কামালপুর গ্রামে অর্ধ শতাধিক মুরগীর করম্নণ মৃত্যু ঘটেছে। শুক্রবার উপজেলার কামালপুর গ্রামের মনিরামপুর -নেহালপুর সড়কের সাথে মজিদ গাজীদের একটি জমি বর্গা চাষ করে আব্দুস ছাত্তার নামের এক চাষী। ÿÿতে গম চাষের জন্য সে পানি সেচ দিয়ে বিষ প্রয়োগ করে। এলকার মফিজ, ফারম্নক, আনিচুর, হাবিবুর, শফিয়ার, সরোয়ার, বিলস্নাল ও ফরিদার অর্ধ শতাধিক মুরগী ওই জমিতে পোকা মাকড় খাওয়ার জন্য নামে। শনিবার সকালে মুরগীগুলোর করম্নণ মৃত্যু ঘটে। মুরগীর মালিকরা জানান, বিষ প্রয়োগের ঘটনাটি এলাকাবাসীকে জানালে তারা সতর্ক থাকতো এবং মুরগীগুলো ছাড়তো না। এলাকায় ঘটনাটি নিয়ে ÿÿাভের সৃষ্টি হয়েছে। monirampur pic-23.11.2014

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।