ঢাকাSunday , 28 June 2020
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে বিজ্ঞান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Tito
June 28, 2020 2:14 pm
Link Copied!

নূরুল হক, মণিরামপুর থেকে।।
মণিরামপুরে বিজ্ঞান শিক্ষার প্রতিবন্ধকতা ও প্রতিবন্ধকতা দূরীকরনের উপায় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘আরনট ফাউন্ডেশন বিজ্ঞান ক্লাব মণিরামপুর’-এর আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সহযোগিতায় রবিবার বিকেল ৪টায় মণিরামপুর প্রেসক্লাবের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রাইড যশোর-এর তথ্যাবধায়নে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার। প্রাইড যশোর এর নির্বাহী পরিচালক উজ্জ্বল কুমার বালার পরিচালনায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন সাসবেক ইউপি চেয়ারম্যান অ্যাড. মুজিবুর রহমান, মণিরামপুর প্রেসক্লাবরে সাবেক সভাপতি এসএম মজনুর রহমান, সাংবাদিক ও বিজ্ঞান শিক্ষক অধ্যাপক বাবুল আকতার প্রমুখ। প্রশিক্ষন কর্মশালায় সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।