ঢাকাMonday , 15 December 2014
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরের কুখ্যাত ডাকাত সর্দার তহিদের লাশ উদ্ধার

admin
December 15, 2014 9:00 am
Link Copied!

মণিরামপুরে চাঁদাবাজি, ছিনতাই, হত্যাসহ একাধিক মামলার তালিকাভূক্ত আসামী কুখ্যাত ডাকাত তৌহিদুল ইসলাম ওরফে তহিদ (৩৩) ডাকাতিকালে গণপিটুনিতে নিহত হয়েছে। সে উপজেলার মাছনা গ্রামের মৃত নজরুল ইসলামের পুত্র। সোমবার নিহতের লাশ উপজেলার মনোহরপুর এলাকার আড়পাতা বিল থেকে পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।15.12.14
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খবীর আহমেদ জানান, ওই এলাকার লোকজন সকালে মাছের ঘেরে গেলে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। তার বিরুদ্ধে ৪টি হত্যা, ৪টি ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে। ডাকাতি করতে গেলে জনতার পিটুনিতে তার মৃত্যু ঘটতে পারে বলে দাবী করেছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।