ঢাকাThursday , 19 November 2020
আজকের সর্বশেষ সবখবর

মুজিব বর্ষে ইথনোস্পোর্ট রেফারি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তুরষ্কের রাষ্ট্রদূত

Tito
November 19, 2020 7:16 pm
Link Copied!

ঢাকা অফিস।।
জাতীয় ইথনোস্পোর্ট রেফারি প্রশিক্ষণ কোর্স-২০২০ ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। মুজিব বর্ষ উপলক্ষে রাজধানীর গুলশানস্থ লেকশোর হোটেলে ১৭ নভেম্বর (মঙ্গলবার) ইন্টারন্যাশনাল ইথনোস্পোর্ট বাংলাদেশ এসোসিয়েশন আয়োজিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার সভাপতি ও সাবেক শিক্ষা সচিব মণিরামপুরে কৃতি সন্তান নজরুল ইসলাম খান (এন আই খান) এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তাফা ওসমান তুরান।
স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মণিরামপুরের আরেক কৃতি সন্তান মোঃ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আখতার হোসাইন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল করিম (এনডিসি), স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিছবাহ উদ্দিন, সিমটেক্স ইন্ডাসট্রিজের পরিচালক লে. কর্নেল (অব:) আনিছুর রহমান, ডিএসএল গ্রুপের চেয়ারম্যান কাজী মেহজাবিন মোমতাজ প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।