ঢাকাMonday , 5 January 2015
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে বিএনপি’র ৩০ নেতাকর্মী আটক

admin
January 5, 2015 11:02 am
Link Copied!

মণিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি’র ৩০ নেতা কর্মীকে আটক করেছে। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খবীর আহমেদের নেতৃত্বে গত শুক্র,শনি ও রবিবার রাতে পুলিশের এ আটক অভিযান চলে। পুলিশের দাবী ৫ জানুয়ারীকে কেন্দ্র করে আটককৃতরা বিভিন্ন স্থানে নাশকতামুলক ঘটনা ঘটাতে পারে এমন অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো উপজেলার খেদাপাড়া গ্রামের বিএনপি কর্মী তুহিন, রতনদীয়া গ্রামের মফিজুর রহমান, আমিনপুর গ্রামের তৌহিদুর রহমান, এলাজুর রহমান, নাসির উদ্দিন, আটঘরা গ্রামের নাজমুল হোসেন, চাঁদপুর গ্রামের জাহাঙ্গীর আলম, বারপাড়া গ্রামের আজাদ, নোয়ালী গ্রামের শাহিনুর রহমান, ঢাকুরিয়া গ্রামের আবুল হোসেন, নেহালপুরের খিদির হোসেন, শ্যামকুড় গ্রামের বিল্লাল হোসেন, হোসেন আলী, সুন্দলপুর গ্রামের ওমর ফারুক, বাঙ্গালীপুর গ্রামের হান্নান, আমিনপুর গ্রামের আসাদুল, জামলা গ্রামের রুহুল আমিন, খালিয়া গ্রামের আব্দুস সালাম, আব্দুল ওহাব, নেহালপুরের কায়ছেদ মোল্লা, খেদাপাড়া গ্রামের হারেজ আলী, চাঁদপুর গ্রামের শাহিদ, সৈয়দ মোহাম্মদপুর গ্রামের মুক্তার হোসেন, চিনাটোলার জাহাঙ্গীর হোসেন, আব্দুল হান্নান ও শ্যামকুড় গ্রামের হোসেন আলী। এ ছাড়াও কোতয়ালীর ভগবতি গ্রামের আল আমীন, মশিয়ার রহমান, ওবায়দুর রহমানকে আটক করে পুলিশ। আটকদের মণিরামপুর থানার বিভিন্ন মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।