ঢাকাTuesday , 20 January 2015
আজকের সর্বশেষ সবখবর

দিন-দুপুরে মনিরামপুরে যুবলীগ কর্মী খুন

admin
January 20, 2015 12:04 pm
Link Copied!

প্রকাশ্যে দিবালোকে মনিরামপুরে শাহিনুর রহমান (৩২) নামে এক যুবলীগ কর্মী খুন হয়েছে। গতকাল দুপুর আড়াইটার দিকে উপজেলার কাশিপুর মাদ্রাসার পার্শ্বে এ নৃসংশ হত্যাকান্ডের ঘটনা ঘটে। শাহিন এ গ্রামের লুৎফর রহমানের ছেলে। এলাকাবাসী জানায়, ঘটনার সময় অজ্ঞাত ১০-১২ জন যুবক কাঁঠালতলা বাজারে শাহিনকে ঘেরাও করে। এ সময় সে বাঁMonirampur-Picture (20.01.2015)চার জন্য বাড়ির দিকে দৌড়াতে থাকে। এক পর্যায়ে মাদ্রাসার পার্শ্বে একটি খালি জমিতে পড়ে গেলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধারালো অস্ত্রের আঘাতে মাথা ৪ খন্ডসহ শরীরের বিভিন্ন স্থান ছিন্ন-বিচ্ছিন্ন করে ফেলে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, তাকে ধাওয়া করার সময় দুর্বৃত্তরা ত্রাস সৃষ্টি করতে একাধিক বোমার বিস্ফোরণ ঘটায়। ঘটনার পর খবর পেয়ে ওসি মোল্ল্যা খবীর আহমেদ, উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা যুবলীগ সভাপতি দেবাশীষ সরকার বাবুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুঁটে যান। দলীয় সূত্র জানায়, নিহত শাহিন উপজেলা যুবলীগের একজন সদস্য। এ ব্যাপারে ওসি মোল্ল্যা খবীর উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি তাৎক্ষনিক এ হত্যাকান্ড সম্পর্কে মন্তব্য করতে চাননি। তবে তিনি জানিয়েছেন নিহত শাহিনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।