ঢাকাSunday , 8 February 2015
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে পুলিশের বিশেষ অভিযানে ১২ জন আটক

admin
February 8, 2015 3:23 pm
Link Copied!

মণিরামপুরে পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার আসামী শাহিনসহ ১২ নাশকতাকারীকে আটক হয়েছে। থানার সেকেন্ড অফিসার তাসমীম ও এসআই শাহাজানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মণিরামপুরের বিভিন্ন এলাকা থেকে এদেরকে আটক করা হয়েছে।atok_7 এরা হলো উপজেলার দূর্গাপুর গ্রামের শফি উলাহের পুত্র শাহিন হোসেন ওরফে ভৈরব শাহিন (৩০), আসাদুজ্জামান (৩২), পাঁচাকড়ি গ্রামের মৃত: রহিম মোড়লের পুত্র শহিদুল ইসলাম খোকন (৫৫), খান পুর গ্রামের আব্দুল জলিলের পুত্র বিলাল হোসেন (৩০), বাঙ্গালীপুর গ্রামের শাহাজান গাজীর পুত্র বিলাল গাজী (৩০), সৈয়দ মোহম্মাদপুর গ্রামের আবুল কাশেম গাজীর পুত্র ফজলু গাজী (৪০), একই গ্রামের আবুল কাশেম গাজীর পুত্র বাবর আলী (৩০), শ্যামকুড় গ্রামের কুতুব সরদারের পুত্র সোলাইমান সরদার (৫৮), আগরহাটি গ্রামের আনোয়ার গাজীর পুত্র আব্দুর রউফ (৪৫), সুন্দলপুর গ্রামের কামাল উদ্দিনের পুত্র রাজু আহমেদ (৩২), একই গ্রামের আতাউর রহমানের পুত্র লিটন হোসেন (২০) এছাড়া অভয়নগর উপজেলার বাগদা গ্রামের সাদিক উলাহর পুত্র ওহাব আলী। উলেখ্য থানার সেকেন্ড অফিসার তাসমীম জানান, শাহিন হোসেন চার্জশীট ভূক্ত মামলার আসামী এছাড়া তাকে বিষ্ফোরক, চাঁদাবাজীসহ ৫(১)১৫ মামলায় চালান দেওয়া হয়েছে। অন্যান্য আসামীদের নাশকতার অভিযোগে চালান দেওয়া হয় ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।