ঢাকাWednesday , 11 February 2015
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরের পল্লীতে দূর্ধর্ষ ডাকাতি

admin
February 11, 2015 2:34 pm
Link Copied!

মনিরামপুর উপজেলার কন্দপপুর গ্রামের রুস্তম গাজীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এ বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়েছে। index-11ডাকাতদের হাতে গৃতকর্তা রুস্তম গাজী জখম হয়েছে। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে ১৫-১৬ জনের স্বশস্ত্র একদল ডাকাত ওই বাড়িতে চড়াও হয়। ডাকাতদল অস্ত্রের মুখে বাড়ির লোকদের জিম্মি করে স্বর্ণের দুইটি রুলি, একটি চেইন, দুই জোড়া কানের দুল ও দুইটি আংটি এবং নগদ এক ল টাকা নেয়। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তা রুস্তম গাজী জখম হলে তাকে ওই রাতেই যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর পেয়ে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ মোল্ল্যা খবীর আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।