ঢাকাWednesday , 11 February 2015
আজকের সর্বশেষ সবখবর

২০১৪ সালে এইচআইভিতে আক্রান্ত ৯১ জনের মৃত্যু

admin
February 11, 2015 2:58 pm
Link Copied!

দেশে ২০১৪ সালে এইচআইভিতে আক্রান্ত হয়ে ৯১ জনের মৃত্যু হয়েছে। উল্লিখিত সময়ে নতুনভাবে আক্রান্ত হয়েছে কমপক্ষে ৪৩৩ জন। বেসরকারি সংস্থা লাইট হাউস রবিবার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই তথ্য জানায়। সংস্থার যশোর এরিয়া অফিসে অনুষ্ঠিত সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন ডিআইসি ম্যানেজার শাহাফুর বখতিয়ার। সভায় জানানো হয়, দেশে বর্তমানে কমপক্ষে তিন হাজার ৬৭৪ জন এইচআইভি ভাইরাসে আক্রান্ত ব্যক্তি রয়েছে। এরমধ্যে ২০১৪ সালে নতুনভাবে আক্রান্ত হয়েছে ৪৩৩ জন। এ পর্যন্ত এইচআইভিতে আক্রান্ত হয়ে দেশে মোট ৫৬৩ জন মুত্যুবরণ করেছে বলে সংশ্লিষ্ট সংস্থাগুলো জানতে পেরেছে। শাহাফুর বখতিয়ার বলেন, ভৌগলিক অবস্থান এবং প্রতিবেশী দেশগুলোতে এইচআইভি ও এইডস-এর আধিক্য বাংলাদেশকে অত্যন্ত ঝুঁকির মধ্যে ফেলেছে। অজ্ঞতা ও অসচেতনতার কারণে অনিরাপদ যৌনাচারের পাশাপাশি এইচআইভি ও এইডসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে চলেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।