ঢাকাThursday , 12 February 2015
আজকের সর্বশেষ সবখবর

যশোর আওয়ামী লীগের সভাপতি হলেন শহীদুল, সা. সম্পাদক চাকলাদার

admin
February 12, 2015 3:35 pm
Link Copied!

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন শহীদুল ইসলাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহীন চাকলাদার। বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি। বাকিদের নাম পরবর্তীতে জানানো হবে বলেও জানান তিনি। S-+যশোর জেলা কমিটির সাবেক দফতর সম্পাদক মীর জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দলের কাউন্সিল অধিবেশন শেষ না করেই শীর্ষ নেতারা নিজেদের মধ্যে আলোচনা করে তাদের নাম ঘোষণা করেন বলে জানা গেছে। এ নিয়ে ডেলিগেট ও কাউন্সিলরদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। প্রসঙ্গত শাহীন চাকলাদার একই পদে পুনঃনির্বাচিত হলেও সভাপতি হিসেবে নির্বাচিত শহীদুল ইসলাম এর আগে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।