ঢাকাThursday , 9 April 2015
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে ভোট কেন্দ্রে বোমা বিস্ফোরণ মামলায় ১৮ জনকে অভিযুক্ত করে চার্জশীট

admin
April 9, 2015 3:55 pm
Link Copied!

যশোরের মণিরামপুরে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার সুন্দলপুর-আগরহাটি মহিলা আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে বোমা বিস্ফোরন ঘটনার মামলায় বিএনপি ও জামায়াতের ১৮জনকে অভিযুক্ত করে এবং ৯জনকে অব্যাহতি দিয়ে চার্জশীট Chersitদেওয়া হয়েছে। মণিরামপুর থানার উপ-পরিদর্শক শাহজাহান আহমেদ গত বৃহস্পতিবার যশোর আদালতে এ চার্জশীট দাখিল করেন। অভিযুক্তরা হলেন-বিএনপি কর্মী এজাহার আলী, বুলবুল হোসেন, আব্দুর রউফ, সাজ্জাদ হোসেন, মিন্টু হোসেন, দাঊদ মোড়ল, অলিয়ার রহমান, মাহবুবুর রহমান, আলতাফ হোসেন, সাইদুর রহমান, নজরুল ইসলাম, সুমন হোসেন, মিজানুর রহমান, খলিলুর রহমান, মিলন হোসেন জাmamlaমায়াত কর্মী, হেদায়েতুল¬াহ, সাদ্দাম হোসেন ও ফায়জুল¬াহ । জানা যায়, ২০১৪ সালের ৫ জানুয়ারী ১০ম জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ৪ জানুয়ারি বিকালে ব্যালট বাক্সসহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম নিয়ে প্রিজাইডিং অফিসার শংকর কুমার মন্ডল উপজেলার ৮ নম্বর সুন্দলপুর-আগরহাটি মহিলা আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে যান। এসময় আসামিরা প্রিজাইডিং অফিসারকে কেন্দ্র ত্যাগ করতে হুমকি দেয়। একই সাথে তারা সেখানে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। পরদিন ৫ জানুয়ারি সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হলে তারা আবারো বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতংকের সৃষ্টি করে। এক পর্যায়ে ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয় এবং ৬ জানুয়ারি প্রিজাইডিং অফিসার শংকর কুমার মন্ডল বাদী হয়ে মণিরামপুর থানায় পৃথক দুইটি মামলা করেন। এর মধ্যে বোমা বিস্ফোরণ ঘটনার মামলায় পুলিশ এ চার্জশিট দাখিল করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।