ঢাকাSunday , 26 July 2015
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে জলাবদ্ধতায় তলিয়ে গেছে ১৫ শতাধিক বাড়িঘর ও ঘের

admin
July 26, 2015 8:24 am
Link Copied!

মণিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নের ১৫ শতাধিক বাড়িঘর ও ঘের বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। গত কয়েক দিনের প্রবল বৃষ্টির কারণে গ্রাম গুলির বাড়ির উঠানে ও ঘেরে এখন থৈ থৈ করছে পানি। ফলে পরিবারের লোকজন নিয়ে মানবেতন জীবনযাপন করছেন ভুক্তভোগীরা। বিভিন্ন সূত্রে জানা গেছে, উপজেলার ঝাঁপা, মশ্মিমনগর, হরিহরনগর, শ্যামকুড়, খানpictureপুর, দূর্বাডাঙ্গা, নেহালপুর, কুলটিয়া ও মনোহরপুর ইউনিয়নের কিছু কিছু বিল তীরবর্তী গ্রামের আংশিক এলাকা তলিয়ে গেছে। স্থানীয় খাল ও ড্রেনে পলি জমে পানি নিস্কাশন বন্ধ হয়ে যাওয়া জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে বৃষ্টির পানি বিল গুলো প্লাবিত হয়ে বিলসংলগ্ন গ্রামের বসতবাড়িতে ঢুকিয়ে পড়ে ইতিমধ্যে প্রায় ১৫ শতাধিক বাড়িতে পানি জমে গেছে। ঘের গুলো পানিতে কানায় কানায় ভরে উঠেছে। প্রতিদিন পানির পরিমান বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে বাড়ছে পানিতে তলিয়ে যাওয়া বাড়িঘর ও ঘেরের সংখ্যা।  হাসাডাঙ্গা গ্রামের ইউপি সদস্য মোশারফ হোসেন ও এনামুল হক জানান, অনেক ঘরে ও উঠানের মধ্যে পানি ঢুকে পড়েছে। অনেকে পরিজন নিয়ে অন্যস্থানে আশ্রয় নিয়েছে। কুলটিয়া গ্রামের আনন্দ মন্ডল বলেন, নতুন ঘর করবো বলে পুরাতন ঘর ভেঙ্গে ফেলে আমি বড় বিপদে পড়েছি। পানি জমে পড়ায় পরিবার নিয়ে কষ্টের মধ্যে আছি।  উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও দূর্বাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান সরদার বাহাদুর আলী ও কুলটিয়া ইউনিয়নের চেয়ারম্যান লক্ষন চন্দ্র ধর জানান, ভবদহ গেট দিয়ে পানি ঠিকমত বের হচ্ছে না। যার কারণে কয়েকটি গ্রামে পানি ঢুকে পড়েছে। এ ব্যাপারে জানতে চাইলে সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য বলেন, কয়েকটি এলাকায় জলাবদ্ধতার খবর পাওয়া মাত্র দ্রুত ব্যবস্থা নিয়েছি। আশা করছি শীঘ্রই পানি নেমে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।