ঢাকাTuesday , 18 August 2015
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে ৫ দিন ব্যাপি বৃক্ষ মেলার উদ্বোধন

admin
August 18, 2015 5:29 pm
Link Copied!

‘দিন বদলের বাংলাদেশ,ফল বৃক্ষে ভরবো দেশ’-এ স্লোগানকে সামনে রেখে মণিরামপুরে ৫ দিন ব্যাপি বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে নিয়ে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহর প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল 26হাসানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত তরফদার একটি প্রতিবেদন উপস্থাপন করেন। কৃষিবীদ ফজলুল হক মনির সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপণ ভট্রাচার্য্য। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু,উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক ও নাজমা খানম প্রমূখ। অনুষ্ঠান শেষে কৃষি বিভাগের উদ্যোগে রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।