ঢাকাTuesday , 8 September 2015
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : জরিমানা আদায়

admin
September 8, 2015 5:28 pm
Link Copied!

মণিরামপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ফিটনেসবিহীন বাস ও রেজিস্ট্রেশনবিহীন মটর সাইকেল চালানোর দায়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে। জানা যায়, সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নজরুল ইসলাম পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩টি রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন মটর সাইকেল থেকে নগদ ৫ হাজার ২’শ টাকা জরিমানা আদায় করে। অপর দিকে বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পৌর শহরে অভিযান চালিয়ে ১টি ফিটনেসবিহীন বাস ও ২টি মটর সাইকেলে থেকে ২হাজার ৪’শ টাকা নগদ জরিমানা আদায় করেন।  উপজেলা নির্বাহী অফিসার শরীফ নজরুল ইসলাম জানান, সরকারী নির্দেশনায় এ অভিযান চালানো হচ্ছে এবং এটি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।