ঢাকাThursday , 17 September 2015
আজকের সর্বশেষ সবখবর

শ্বশুর বাড়ি এলাকায় জামাইকে আটকে হাতুড়ি পেটা : তিন দিন পর উদ্ধার

admin
September 17, 2015 3:55 pm
Link Copied!

যশোরের মণিরামপুরে শ্বশুর বাড়ি বেড়াতে এসে এলাকার দুই যুবকের হাতে তিন দিন বন্দি থেকে শারীরিক নির্যাতনের স্বীকার হয়েছেন ঢাকা নারায়নগঞ্জের সোনারগাঁও ৮ নং ওয়ার্ড মোকরাপাড়া এলাকার জামাল ইবনে হানেফ (৩০)। মূলত আর্থিক লেনদেনকে কেন্দ্র করে ওই দুই যুবক হানেফকে গৃহে আটকে রেখে হাতুড়ি পেটা করেছে। বৃহস্পতিবার সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে হানেফকে উদ্ধার করে। এসময় অভিযুক্ত দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক দু’জন উপজেলার বেগারীতলার মৃত নূর আলীর ছেলে সুমন (১৮) ও আ.আজিজ খানের ছেলে জাইদুল (১৯)। হানেফ সোনারগাঁও মোকরাপাড়া এলাকার তাজউদ্দিনের ছেলে। জানাযায়, তিন বছর আগে সে মণিরামপুর উপজেলার বেগারীতলার তাইজেলের মেয়ে লতা (২০) কে বিয়ে করে। গত ৫ মাস আগে আমের মৌসুমে ফলের ব্যবসা করার উদ্দেশ্যে ওই এলাকার দুই যুবক সুমন ও জাইদুল হানেফকে এক লক্ষ টাকা দেয়। টাকা নেয়ার সময় কথা ছিল তিন জনেই মিলে মণিরামপুর থেকে আম কিনে নিয়ে ঢাকায় বিক্রি করবে আর যা লাভ হবে তা সমান ভাগ করে তিন জনে নেবে। কিন্তু ব্যবসা শুরুর মাত্র এক মাসের মাথায় ক্রয়কৃত আম পঁচে যাওয়ায় তারা লোকসানের মুখে পড়ে এবং সব পুঁজি শেষ হয়ে যায়। ব্যবসা শেষ হওয়ায় সুমন ও জাইদুল হানেফকে এক লাখ টাকা ফেরত দেয়ার জন্য চাপ সৃষ্টি করে এবং তিন মাস আগে হানেফ বেগারীতলায় শ্বশুর বাড়ি বেড়াতে আসলে ওই দুই যুবক তাকে চেপে ধরে এক মাসের মধ্যে টাকা শোধ দিতে হবে বলে স্টাম্পে সই করে নেয়।একই সাথে ওই স্টাম্পে সইহ নেয় লতা ও তার পিতা তাইজেল ইসলামের। কিন্তু শর্ত মতে টাকা শোধ করতে ব্যর্থ হয় হানেফ। এরই মধ্যে অসুস্থ স্ত্রী লতাকে দেখতে ও দেনার ব্যাপারে কথা বলতে হানেফ গত মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে শ্বশুর রাড়ি বেগারীতলায় আসে। বাজারে পৌঁছানো মাত্র সুমন ও জাইদুলের সাথে দেখা হলে তারা হানেফকে ডেকে সুমনের বাড়িতে নিয়ে যায়। এরপর ঘরে আটকে রেখে দুই হাত পিছনে বেধে দু’দিন ধরে লাঠি ও হাতুড়ি দিয়ে পেটায়। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে থানা পুলিশ সুমনের বাড়ি থেকে হানেফকে উদ্ধারসহ সুমন ও জাইদুলকে আটক করে। হানেফকে আটক রেখে মারধরের কথা স্বীকার করে আটক জাইদুল জানায়, চলতি বছরের ১৯ মে স্টাম্প করে তারা আমের ব্যবসার জন্য তাকে এক লাখ টাকা দিয়েছে। স্টাম্পে লাভসহ মূল টাকা ফেরত দেয়ার কথা লেখা আছে। কিন্তু হানেফ টাকা ফেরত না দিয়ে প্রতারনার আশ্রয় নিয়েছে বলেও জাইদুল জানায়। পুলিশ জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সত্য হলে আটক দু’যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।