ঢাকাSunday , 27 September 2015
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে গাঁজার আসর থেকে আটক ৯

admin
September 27, 2015 5:26 pm
Link Copied!

মণিরামপুরে গাঁজার আসরে হানা দিয়ে এক ছাত্রসহ ৯ সেবককে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দিবাগত রাত ৯ টার দিকে নেহালপুর ফাঁড়ির ইনচার্জ রাকিবুজ্জামান ও এএসআই আ.লতিফসহ সঙ্গীয় ফোর্স উপজেলার নেহালপুর কালিবাড়ি মোড় সংলগ্ন এলাকা থেকে এদের আটক করে। তবে এসময় কোন মাদক উদ্ধার করতে পারেনি পুলিশ। আটককৃতরা হলেন, অভয়নগর উপজেলার কোটা পায়রা এলাকার তাইজুলের ছেলে মাহাবুব ফারাজী (৩০),ওই গ্রামের মনজেল মোল্যার ছেলে বিল্লাল হোসেন (২৫), একই উপজেলার বারান্দি এলাকার মৃত আ.হামিদ দফাদারের ছেলে আতিয়ার রহমান,মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের কাজিয়াড়া গ্রামের ধীরেন্দ্রনাথের ছেলে শেখর চন্দ্র (৩০), বালিদা গ্রামের আসাদুজ্জামান সরদারের ছেলে রাজিব হোসেন (২৪), নেহালপুর এলাকার মানিক গাজীর পলিটেকনিক পাশ ছেলে আরিফুজ্জামান (২৫), কালিবাড়ি এলাকার আ.রউফ মোল্যার ছেলে আবুল কালাম আজাদ (৪০),ওই গ্রামের সুধান্নু রায়ের ছেলে সঞ্জয় রায় (২৮) এবং ঝাউতলা গ্রামের আ.জলিল গাজীর ছেলে সাইফুল ইসলাম (২৪)। আটক ৯ জনকে মাদক আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে কোর্টে চালান দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।