ঢাকাSunday , 11 October 2015
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে অভিভাবক সমাবেশে জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির

admin
October 11, 2015 2:53 pm
Link Copied!

শিক্ষার্থীরা যদি দৃঢ় সংকল্পবদ্ধ হয় তাহলে তাদের দ্ধারা সবকিছু অর্জন সম্ভব। আর এজন্য শিক ও অভিভাবকদেরকে প্রত্যেক শিক্ষার্থীকে সর্বদা উদ্ধুদ্ধ করে স্বপ্ন দেখাতে হবে এবং তাদের সর্বদা উৎসাহ দিতে হবে । কোন সময় নিরুৎসাহিত করা যাবে না । যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন  কবীর শনিবার মণিরামপুরের মশ্বিমনগর স্কুল এন্ড কলেজ আয়োজিত অভিভাবক সমাবেেশ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাবিবুর রহমান খানের সভাপতিত্বে এ অভিভাবক সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন অধ্য মোঃ শওকত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাড. আব্দুল গফুর মণিরামপুর প্রেস কাবের সাবেক সভাপতি অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন, ম্যানেজিং কমিটির সদস্য বুলবুল হোসেন, সাংবাদিক অধ্যাপক বাবুল আকতার, সহকারী প্রধান শিক জুলফিক্কার আলী, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক মিজানুর রহমান, অভিভাবক অসীত কুমার, মনিরুজ্জামান, সাইফুন্নাহার প্রমুখ। অনুষ্ঠানের প্রথমে প্রধান অতিথি ও জেলা প্রশাসক মহোদয় ওই প্রতিষ্ঠানে নির্মিতব্য ৫ তলা ভবনের স্থান পরিদর্শন করেন ও প্রতিষ্ঠানের বহুবিধ উন্নয়ন পরিককল্পনা সরেজমিন ঘুরে দেখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।