ঢাকাWednesday , 14 October 2015
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে গৃহবধূ হালিমা হত্যা মামলায় স্বামীসহ ৪জনের বিরুদ্ধে চার্জশিট

admin
October 14, 2015 6:53 pm
Link Copied!

মণিরামপুর উপজেলার কুশরকোনা গ্রামের গৃহবধূ হালিমা খাতুন হত্যা মামলায় তার স্বামী, শ্বশুর-শাশুড়িসহ ৪জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা বুধবার আদালতে এ চার্জশিট দাখিল করেন। অভিযুক্তরা হলো একই গ্রামের আকিবুর রহমান, তার বাবা তবিবর রহমান, মা নাদিরা বেগম এবং ইজ্জত আলীর ছেলে শরিফুল ইসলাম। মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৬ মার্চ মণিরামপুর উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের শফিয়ার রহমানের মেয়ে হালিমা খাতুনকে বিয়ে করে আকিবুর রহমান। বিয়ের পর আকিবুর তার পরিবারের সদস্যদের পরামর্শে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে। টাকা এনে দিতে রাজি হলে সে হালিমাকে নির্যাতন শুরু করে। হালিমার বাবা বিষয়টি জানতে পেয়ে মেয়ের সুখের চিন্তা করে ৪০ হাজার টাকা যৌতুক দেন। এরপর নির্যাতন কমলেও পরবর্তীতে আবারও ৩০ হাজার টাকা যৌতুক দাবি করে নির্যাতন শুরু করে আকিবুর ও তার পরিবারের লোকজন। ২০১৫ সালের ১৬ মার্চ সকালে যৌতুকের টাকা দাবি করলে হালিমা টাকা এনে দিতে অস্বীকার করে। এতে ক্ষিপ্ত হয়ে আকিবুর তাকে বেদম মারপিট করে। একপর্যায়ে হালিমা জ্ঞান হারিয়ে ফেললে আকিবুরসহ আসামিরা তার মুখে কীটনাশক ঢেলে দেয়। হালিমার মৃত্যু হলে আসামিরা আত্মহত্যা বলে প্রচার শুরু করে। খবর পেয়ে হালিমার বাবার বাড়ির লোকজন ওই বাড়িতে যান। তারা জানতে পারেন হালিমাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এরপর হালিমার বাবা শফিয়ার রহমান আকিবুরসহ ৪জনকে আসামি করে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে পরবর্তীতে মামলাটি মণিরামপুর থানায় রেকর্ড করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইকবাল হোসেন তদন্ত শেষে এজাহারনামীয় আসামি চারজনের বিরুদ্ধেই হত্যাকান্ডে জড়িত থাকার প্রমাণ পান। এরপর তিনি এ চার্জশিট দাখিল করেন। অভিযুক্তদের মধ্যে তবিবর রহমান ও নাদিরা বেগম পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।