ঢাকাThursday , 3 December 2015
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুর পৌর নির্বাচনে মেয়র পদে আ’লীগ নেতা জিএম মজিদের মনোনয়নপত্র জমা

admin
December 3, 2015 11:32 am
Link Copied!

মণিরামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নাগরিক কমিটির ব্যানারে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আ’লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান জি,এম মজিদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সাধারন কাউন্সিলর প্রার্থী ৮ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে ৩ জন গতকাল বুধবার তাদের মনোয়নপত্র জমা দেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে। দুপুরে মুক্তিযোদ্ধা কমান্ডার আ’লীগের প্রবীণ নেতা এমএম নজরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তুলসী বসু, উপজেলা হাজী কমিটির সাধারন সম্পাদক কামরুল হুদা মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী ও ইটভাটা মালিক সমিতির নেতা নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মজিদ গাজীgm mozid, মাদার বসুসহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে মেয়র প্রার্থী জিএম মজিদ গতকাল দুপুরে তার মনোয়নপত্র দাখিল করেন। মণিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার সৈয়দ আল-এমরান জানান, মণিরামপুর পৌরসভা নির্বাচনে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে বুধবার পর্যন্ত মেয়র পদে ৪ জন, সাধারন কাউন্সিলর পদে ৩৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৮ জন মনোয়নপত্র সংগ্রহ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।