ঢাকাThursday , 2 October 2014
আজকের সর্বশেষ সবখবর

সামনে ঈদ , তাই এক মুঠো চালের জন্য ওদের এই প্রতিক্ষা।

admin
October 2, 2014 8:36 pm
Link Copied!

10710890_704192753003475_7434824632669106654_n

এই গরীব দুঃখীদের ন্যায্য পাওনা ১০ কেজি চাউলের পরিবর্তে নাকি ৮ কেজি করে চাউল দেওয়া হয়েছে, বিশেষ করে মনিরামপুর ৩ নং ওয়ার্ডের যারা চাউল পেয়েছেন তাদের অভিযোগ। মাতাপ্রতি ২ কেজি করে চাউল কম দিয়ে তারা কামিয়ে নিচ্ছে কাড়ি কাড়ি টাকা আর ফাকিতে পড়ছে সাধারন গরীব দুঃখী মানুষ।বিশেষ করে যারা ৩ নং ওয়ার্ডের দায়ীত্বে আছেন তারা এই অপরাধের সাথে জড়িত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।