ঢাকাSunday , 13 December 2015
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: ৪ জেলের জেল জরিমানা

admin
December 13, 2015 2:47 pm
Link Copied!

মুক্তেশ্বরী নদীতে অবৈধভাবে পাটা ও জাল দিয়ে স্রোত বন্ধ করে রাখা, কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি করে ইরি ফসলের ক্ষতি সাধন, সরকারী কাজে সহযোগীতা না করে বাধা প্রদান ও বেঞ্জ সহকারীর সাথে অসৌজন্যমূলক আচরন করার অভিযোগে মণিরামপুরে ৪ জেলেকে আটক করে জেল এবং জরিমানা দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুরে উপজেলার  কুলটিয়া ইউনিয়নের হেলারঘাট এলাকা থেকে এদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মহিষদীয়া গ্রামের  নারায়ন চন্দ্র রায়ের ছেলে ক্ষুদিরাম রায় (৬২), মৃত ফুলচাঁদ রায়ের ছেলে মঙ্গল রায় (৫৬), কার্ত্তিক রায়ের ছেলে অজিত রায় (৪০) এবং কুলটিয়া গ্রামের ভগীরাত শিকদারের ছেলে উজ্জ্বল (২৭)। এদের মধ্যে ক্ষুদিরামকে ১ মাসের সাজা ও বাকি তিন জনকে ৫ শ’ করে টাকা জরিমানা অনাদায়ে ১ সপ্তাহের জেল দেয় আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান জানান, স্থানীয়রা মুক্তেশ্বরী নদীতে অবৈধ পাটা ও জাল দিয়ে নদীর স্রোত বন্ধ করে কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি করেছে এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকাল ১০ টার দিকে হেলারঘাট এলাকায় উচ্ছেদ অভিযান চালাই। এসময় ৪ জন আদালতের কাজে বাধা দেয়। ফলে জালসহ ওই ৪ জনকে আটক করা হয়। এসময় ১০ থেকে ১২ টি টোং ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।