ঢাকাWednesday , 13 January 2016
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে শ্রমিক নির্যাতনের ঘটনায় মালিকসহ ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা

admin
January 13, 2016 3:26 pm
Link Copied!

যশোরের মনিরামপুরে ইটভাটায় আটকে রেখে ইট তৈরীর কাজ করানোর অভিযোগে ভাটা মালিক ও তার সহোদারের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫/৬জন কে আসামী করে মণিরামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। ইট ভাটার শ্রমিক সরদার আবু সাইদ বাদী হয়ে মঙ্গলবার রাতে এ মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই জহির রায়হান জানান, মঙ্গলবার রাতে শ্রমিক নির্যাতনের অভিযোগে ইট ভাটা মালিক কোতয়ালী থানার গোপালপুর গ্রামের মৃত আবু খায়ের দফাদারের ছেলে আবু সাইদ ও তার সহোদর মুরাদ হোসেনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৬ জনের নামে মামলা হয়েছে। মামলা নং-১৩, তারিখ-১২/০১/২০১৬। উল্লেখ্য খুলনা জেলার পাইকগাছা উপজেলার ন’কাটি গ্রামের রাশিদা (৫০), একই গ্রামের আসমা খাতুন(২২), চম্পা (২০), জাহিদুল ইসলাম (২৪), সাইদ গাজী (৩৫) এবং একই উপজেলার সনাতনকাটি গ্রামের কুলছুম (৪৭), ফাতেমা (২৮), আজিজুল হক (৩৪), নজরুল ইসলাম (২৪) ও সুলতান গাজী (৫৮)সহ ৫০জন শ্রমিক উপজেলার মেসার্স মুরাদ ব্রিকস এ ইট তৈরীর কাজ করে আসছিল। কিন্তু মালিক প শ্রমিকদকের চুক্তিমোতাবেক টাকা পরিশোধ না করায় অনেক শ্রমিক পালিয়ে যায়। বাকী কোলের শিশুসহ ১২ শ্রমিককে আটকে রেখে শিকল দিয়ে বেঁধে কাজ করানো হতো বলে অভিযোগ। সোমবার এদের মধ্যে থেকে আবু সাইদ গাজী পালিয়ে এসে স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যানের নিকট লিখিত অভিযোগে প্রেেিত ওই দিনই উপজেলা চেয়ারম্যান তাদেরকে উদ্ধার করেন। পরে মঙ্গলবার এ ঘটনায় ইট ভাটা শ্রমিক সরদার আবু সাইদ বাদী হয়ে এ মামলা করেন। এ ব্যাপারে মণিরামপুর থানার ওসি তাহেরুল ইসলাম জানান, আসামী আটকে পুলিশ তৎপর রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।