ঢাকাTuesday , 19 January 2016
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে ফেনসিডিলসহ আটক-২

admin
January 19, 2016 3:31 pm
Link Copied!

মণিরামপুরে অভিনব কায়দায় মটরসাইকেলের তেলের ট্যাংকের মধ্যে করে ফেনসিডিল বহনকালে ৫০ বোতল ফেনসিডিলসহ দু’জনকে আটক করেছেন পুলিশ। সোমবার বিকেলে উপজেলার ঝাপা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মীয়াবর হোসেনসহ সঙ্গীয় ফোর্স তাদের আটক করেন। আটককৃতরা হলেন, শার্শা উপজেলার বেনাপোল পুঠখালী পশ্চিমপাড়া এলাকার মৃত দাউদ আলী বিশ্বাসের ছেলে মুজিবর বিশ্বাস (৪৪) এবং ওই এলাকার আ.সামাদ শেখের ছেলে বাবলু ওরুফে বাবুল (৫৫)। এসময় পুলিশ ফেনসিডিল বহনকারী পালসার (যশোর ল-১১-৫৫৯৬) মটরসাইকেলটি আটক করেন। সোমবার রাতে আটক দু’জনকে থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ জানান, সোমবার বিকেলে উপজেলার বাকড়া-খাটুরা পাকা সড়কের মুক্তারপুর গ্রামের সুলতান মোড় নামক স্থানে পুলিশ মাদকবিরোধী অভিযান চালাচ্ছিল। এসময় পালসার গাড়িটি চালিয়ে মুজিবর ও বাবুল ঘটনাস্থলে পৌঁছালে তাদের সন্দেহ হয়। তখন পুলিশ গাড়িটির গতিরোধ করে তল্লাশি চালিয়ে তেলের ট্যাংকের মধ্য থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। মণিরামপুর থানার ওসি তাহেরুল ইসলাম জানান, আটক দু’জনের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।