ঢাকাTuesday , 26 January 2016
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরের নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

admin
January 26, 2016 1:20 pm
Link Copied!

 মণিরামপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়রসহ কাউন্সিলরদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টা ৮ মিনিটে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মোঃ আব্দুস সামাদ। উৎসব মুখোর পরিবেশে যারা শপথ নিয়েছেন তারা হলেন মণিরামপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র অধ্য কাজী মাহমুদুল হাসান, পৌর কাউন্সিলর কামরুজ্জামান কামরুল, মোঃ বসু মোল্যা, গৌর কুমার ঘোষ, মফিজুর রহমান, আব্দুর রহমান, জমশেদ আলী, আজিম হোসেন, গোপাল মল্লিক, বাবুল আক্তার এবং সংরতি মহিলা কাউন্সিলর গীতা রানী কুন্ডু, শংকরী রানী বিশ্বাস ও পারভীন আক্তার। নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন মণিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আল এমরান এবং শপথ গ্রহণকারী কাউন্সিলর কামরুজ্জামান কামরুল ও বসু মোল্যা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।