ঢাকাThursday , 18 February 2016
আজকের সর্বশেষ সবখবর

ম‌ণিরামপু‌রে আওয়ামীলী‌গের ম‌নোনয়ন পে‌লেন যারা

admin
February 18, 2016 12:30 pm
Link Copied!

‌বি‌শেষ প্র‌তি‌নি‌ধিঃ
আসন্ন ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নে আওয়ামীলীগ তা‌দের প্রার্থী তা‌লিকা ঘোষনা ক‌রে‌ছে। ১৭ ইউ‌নিয়‌নে নৌকার মা‌ঝি হ‌চ্ছেন ১ নং রো‌হিতায় আনছার আলী, ২নং কা‌শিমনগর স্বপন কুমার, ৩ নং ভোজগাতী আব্দুর রাজ্জাক, ৪ নং ঢাকু‌রিয়া দূর্গাপদ সিংহ, ৫ নং হ‌রিদাসকা‌টি বিপদ ভঞ্জন পা‌ড়ে, ৬ নং ম‌নিরামপু‌র ইয়াকুব আলী, ৭ নং খেদাপাড়া আল আ‌মিন জিন্নাহ, ৮ নং হ‌রিহরনগর জহুরুল ইসলাম, ৯ নং ঝাপা শামছুল হক মন্ট‌ু, ১০ নং ম‌শ্বিমনগর আবুল হো‌সেন, ১১ নং চালুয়াহাটী আবুল ইসলাম, ১২ নং শ্যামকুড় ম‌নিরুজ্জামান ম‌নি, ১৩ নং খানপুর গাজী মোহাম্মদ, ১৪ নং দূর্বাডাঙ্গা সরদার বাহাদুর আলী, ১৫ কুল‌টিয়া শেখর রায়, ১৬ নং নেহালপুর ফারুক হো‌সেন ও ১৭ নং ম‌নোহরপু‌রে ম‌শিয়ার রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।