ঢাকাWednesday , 23 March 2016
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে নির্বাচনোত্তর সহিংসতায় পাঁচ জন আহত

admin
March 23, 2016 12:17 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধিঃ
যশোরের মণিরামপুরে নির্বাচনোত্তর সহিংসতায় পাঁচ জন আহত হয়েছে। উপজেলার শ্যামকুড় ইউনিয়নের চিনাটোলা-সৈয়দ মাহমুদপুর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আব্দুল হালিম ও রমেশ দাসের কর্মী-সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়। এতে রমেশ দাশের দুই কর্মী অজীত দাশ ও ফাতেমা খাতুন গূরুত্বর আহত হয়।
অপরদিকে একই ইউনিয়নের পাড়দিয়া-ঘুঘুরাইল ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী ইউনুচ আলী ও মুজিবর রহমানের কর্মী-সমর্থকদের মাঝে সংঘর্ষে ইউনুচ পক্ষের শহিদুল ইসলাম ও আনিচুর রহমান এবং মুজিবর রহমানের পক্ষের আজিবর রহমান আহত হয়। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে এঘটনা ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।