ঢাকাThursday , 6 November 2014
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরের মটর সাইকেল চালক আজগার জীবিত! না-কি মারা গেছে?

admin
November 6, 2014 2:36 pm
Link Copied!

আজগার আলী (২৯) বেঁচে আছে? না-কি মারা গেছে, এমন উৎকন্ঠায় রয়েছে তার পরিবার। আজগার আলীর অপেÿায় তার পরিবারের সদস্যদের গত ৩ দিন শুধুই চোখের পানি ঝরছে। দিন মজুর পরিবারে ছেলে এ আজগার আলী। মণিরামপুরের কাশিপুর গ্রামের মৃত আক্কাস আলী সরদারের ছেলে এ আজগার আলী। মটর সাইকেল ভাড়া চালিয়ে সংসার চলে তাদের। মঙ্গলবার সকালে আজগার মটর সাইকেল নিয়ে মণিরামপুর বাজারে আসে। এরপর নিখোঁজ রয়েছে সে। গত ৩ দিন অনেক খোজাখুজি করেও খোঁজ মেলেনি তার। তার পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে আজগার অজ্ঞাত দু’জন যাত্রী নিয়ে দিনভোর উপজেলার বিভিন্ন অঞ্চলে ঘুরতে দেখেছে তাকে। ওই দিন সন্ধ্যা পর্যমত্ম আজগারের কাছে থাকা মোবাইলটিও সক্রিয় থাকে। এরপর বাড়িতে না আসা এবং মোবাইল বন্ধ হয়ে যাওয়ার পর হতাশ হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। নিখোঁজ আজগার আলীর একমাত্র ছেলে আজিম (৭) ঘুরে ফিরে খুজছে তার পিতাকে। কিন্তু শামত্মনা দিতে প্রতিবেশীরা তাকে বিভিন্ন মিথ্যা আশ্বাস দিয়ে রেখেছে। আজিম শুধুই কাদছে আর বাবাকে ডাকছে। ছেলে নিখোঁজ হওয়ায় আজগারের বৃদ্ধা মা সবুরন বিবি নির্বাক হয়ে পড়েছেন। জ্ঞান হারিয়ে ফেলেছেন। নিখোঁজ আজগারের স্ত্রী হালিমা খাতুন । আজগারের পরিবারের ধারনা কোন দূর্বৃত্তরা তার মটর সাইকেলটি নিয়ে তাকে মেরে ফেলেছে। অনেক খোঁজা খুজি করে না পেয়ে আজগারের ভাই আব্দুল মোমিন বুধবার রাতে মণিরামপুর থানায় একটি সাধারন ডায়েরী করেছে। যার নং ১৮০।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।