ঢাকাTuesday , 30 December 2014
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুর প্রভাতী বিদ্যাপীঠ স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ

admin
December 30, 2014 12:59 pm
Link Copied!

মণিরামপুর প্রভাতী বিদ্যাপীঠ সরকারী প্রাইমারী স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে ফলাফল প্রকাশ উপলক্ষে এক MP-30.12.2014আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের সভাপতি আসাদুজ্জামান আছাদের সভাপতিত্বে এবং বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক আব্দুল আলীমের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর-৫ মণিরামপুর আসনের মাননীয় সংসদ সদস্য বাবু স্বপন ভট্রাচার্য্য চাঁদ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ নজরুল ইসলাম এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম,ওসি মোল্যা খরিব উদ্দীন প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আনিছুর রহমান বিদ্যালয়ের সার্বিক সাফল্যের কথা তুলে ধরেন। এসময় বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরাসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।