ঢাকাসোমবার , ৫ অক্টোবর ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে মাদ্রাসা অধ্যক্ষের সংবাদ সম্মেলন

admin
অক্টোবর ৫, ২০১৫ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

যশোরের মণিরামপুর উপজেলার একটি মাদ্রাসায় অবৈধ নিয়োগে বাঁধা দেয়ার জের ধরে মাদ্রাসা অধ্যক্ষ মাওঃ আব্দুস সালাম এবং তার কলেজ পড়–য়া ভাইপো আল-আমিনকে ফাঁসাতে একটি চক্র থানায় মিথ্যা কিশোর পাচারের অভিযোগ দায়ের করেছে। উক্ত মিথ্যা অভিযোগ দায়েরে ষড়যন্ত্র নেতৃত্ব দিয়েছে অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় আ’লীগ নেতা এস,এম ইমরান খান পান্না। সোমবার বিকেলে মণিরামপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত বক্তব্য পাঠকালে এমন অভিযোগ করেন রাজগঞ্জ-মোবারকপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুস সালাম। লিখিত বক্তব্যে দাবী করা হয় দীর্ঘ ২১ বছর ধরে মাওঃ সালাম অত্র প্রতিষ্ঠানে সুনামের সাথে চাকুরী করে চলেছেন। একই প্রতিষ্ঠানের সভাপতি ও আ’লীগ নেতা ইমরান খান পান্নার কথামত অত্র মাদ্রাসায় অবৈধ নিয়োগে বাঁধা প্রদান করায় গত ৬ সেপ্টেম্বর মাদ্রাসা চলাকালে অধ্যক্ষ মাওঃ সালামকে চেয়ার দিয়ে বেধড়ক মারপিট করা হয়। যার নেতৃত্ব দেয় সভাপতি ইমরান খান পান্না নিজেই। পরে গুরুতর আহত অবস্থায় অধ্যক্ষ সালামকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হাসপাতাল থেকে বাড়ি ফিরে মাওঃ আব্দুস সালাম বাদী হয়ে সভাপতি ইমরান খান পান্নার বিরুদ্ধে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। এরই জের ধরে সভাপতি পান্না ও তার লোকজন অধ্যক্ষ সালামের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়। সভাপতি ইমরান খান পান্নার বিরুদ্ধে দায়ের করা অভিযোগের তদন্ত চলমান রয়েছে। উক্ত ঘটনায় তিনি ফেঁসে যেতে পারেন আশংকায় উপজেলার মোবারকপুর গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে দীপ হোসেন এবং একই গ্রামের আকছেদ আলী খানের ছেলে সাইদ হোসেন কে পাচার করার অভিযোগে মণিরামপুর থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করা হয়। এতে অভিযুক্ত করা হয়েছে মাদ্রাসা অধ্যক্ষ আব্দুস সালাম এবং তার কলেজ পড়–য়া ভাইপো আল-আমিনকে। সংবাদ সম্মেলনে মাওঃ আব্দুস সালাম দাবী করেন যে ২ শিশুকে পুজিঁ করে মিথ্যা পাচারের অভিযোগ আনা হয়েছে তারা পাচার হয়নি। ২ বন্ধু মিলে দূরে কোথাও বেড়িয়ে পরে তারা বাড়ি ফিরে আসে। থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে আমার সম্মান ক্ষুন্ন করার জন্য পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়েছে মর্মে দাবী করেন মাওঃ সালাম। এ ঘটনায় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তদন্ত পূর্বক প্রশাসনিক আইনী ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি মেম্বর আমজাদ হোসেন খান, তারেক মির্জা, স্থানীয় হাবিবুর রহমান, আশরাফুল ইসলাম, মনিরুজ্জামান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।